কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
টানা দুইদিন বৃষ্টিতে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট।
৩০ মে শুক্রবার দুপুরে কুমিল্লা শহরের লাকসাম রোডে সালাউদ্দিন হোটেলের সামনে দিয়ে যাওয়া একটি ড্রেন পারাপার হতে গিয়ে এক পথযাত্রী নারী পড়ে যায়।
প্রচন্ড বৃষ্টির কারণে লাকসাম রোডে প্রায় হাটুপরিমাণ পানি থাকায় ঐ ড্রেনটি ডুবে যাওয়ায় মহিলাটি রাস্তা মনে করে পারাপার হতে গিয়ে পড়ে যায়।
তৎক্ষণাৎ আশে পাশে লোকজন দেখতে পারলে ঐ মহিলাটি কে উদ্ধার করা হয়।
টানা বৃষ্টি হলেই কুমিল্লা শহর কেন্দ্রের বিভিন্ন স্থান বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যায় আর পথযাত্রীরা দূর্ঘটনার কবলে পড়তে হয়।
অনেক যাত্রী ও যানবাহন ড্রাইভাররা জানিয়েছেন সরকার যদি পানি নিষ্কাশন দ্রুত যাওয়ার ব্যবস্থা না করে দিন দিন দূর্ঘটনায় পড়তে হবে অনেকেই।