কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কয়েকটি স্পটে ৩১মে শনিবার সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা ৪০ মিনিট পযর্ন্ত খাল/নালা ও পরিষ্কারের অভিযান করেছেন।
নিজের আঙ্গিনা, নিজ উদ্যোগে রাখিব পরিষ্কার” এই Tagline আরাধ্য বিবেচনায় উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে আজ খাল/নালার ১৩টি নির্ধারিত স্পটে খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক মো: জামাল হোসেন।
এ অভিযানে পৌর সেবকগণ (পরিচ্ছন্ন কর্মী) নিরলসভাবে পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখেন। তাদের এই কাজে উপস্থিত থেকে সহযোগিতা করেন স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকগণ।
খাল/নালার যে পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করা হয়, রামরায়গ্রাম খন্দকার বাড়ী সংলগ্ন খালের পাড়ের ব্রীজের মুখ, রামরায়গ্রাম কাজী শাহ আলমের বাড়ীর সামনে ব্রীজের মুখ,রামরায়গ্রাম কাজী রানার বাড়ীর সামনের খাল (বালিকা বিদ্যালয় রোড),রামরায়গ্রাম দুলাল কাজীর বাড়ী সংলগ্ন খাল (বালিকা বিদ্যালয় রোড),সরকারি হাসপাতাল সংলগ্ন খাল (বালিকা বিদ্যালয় রোড),ইবনে সীনা সামনে মহাসড়কের ব্রীজের মুখ,রামরায়গ্রাম এনএসআই কামাল সাহেবের বাড়ীর সামনের ড্রেন,সর্পলোনা খালের ব্রীজের দুইপাশের মুখ (দুই মহাসড়কের মাঝে অবস্থিত ব্রীজ), সর্পলোনা খালের মেডিল্যাব ক্লিনিকের পশ্চিম পাশ,কিংশ্রীপুর কামাল কাউন্সিলরের বাড়ী সংলগ্ন খাল,কিংশ্রীপুর লাতু মিয়ার দোকান সংলগ্ন ব্রীজের মুখ,মিতল্লা খালের শ্রীপুর হারাধন মিয়ার বাড়ী ও মামুনের দোকানের সামনে, মজুমদার বাড়ীর সামনে, আপন মিয়ার বাড়ীর সামনে, শরীফ কাউন্সিলের বাড়ীর সামনে এবং ধন মিয়ার বাড়ীর সামনে ব্রীজের মুখ ও শ্রীপুর পশ্চিম পাড়া আবু মেম্বারের বাড়ীর সামনে ব্রীজের দুইপাশ।
উল্লেখ্য, বালিকা বিদ্যালয়ের পাশে আগামিকাল অভিযান অব্যাহত থাকবে।
পরিষ্কার অভিযান পরিচালনা কালে পরিলক্ষিত হয় যে ফ্রিজের ভাঙ্গা অংশ, অকেজো টিভি, ককশিট, ছেঁড়া জুতা, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগে ভর্তি বাসাবাড়ির বর্জ্য, অব্যবহারিত পুরাতন কাপড়, হাসপাতালের সিরিঞ্জ, কাঁচসহ এহেন কিছু নাই যা খালে ফেলা হচ্ছে না!এসব অসচেতন জনগনের ইচ্ছাকৃত এবং অবিবেচনাবশত কার্যকলাপের অনাগরিক সুলভ আচরণের বহিঃপ্রকাশ।
এমন অনাকাঙ্ক্ষিত এবং অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড থেকে পরিত্রাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম অভিযানের মাধ্যমে পরিষ্কারকৃত ও খননকৃত খাল/নালাগুলোতে কোনো ধরণের আবর্জনা না ফেলে/প্রতিবন্ধকতা সৃষ্টি না করে পানি নিষ্কাশনের উপযোগী রাখা এবং যেকোনো অবৈধ দখল প্রতিরোধে সকল নাকরিককে বিনীত অনুরোধ জানান।