কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ৩১ মে শনিবার অধূমপায়ী ফোরাম (অফ) দিনব্যাপি কর্মসূচি সম্পন্ন করেছে। সকাল ১০টায় দাউদকান্দি গৌরীপুর বাজার অধূমপায়ী ফোরাম (অফ) অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপদেষ্টা ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন , বেলা ১১ টায়
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সরফরাজ হোসেন খান এর সভাপতিত্বে ও ডা.মোস্তফা জামান আসিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধূমপায়ী ফোরাম (অফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা মোঃ ফয়সাল,
তদন্ত ওসি মোঃ মফিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুইয়া, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত, কুমিল্লা জেলা নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি ও অধূমপায়ী ফোরামের উপদেষ্টা কবি আলী আশরাফ খান, সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিশিষ্ট সংগঠক মোঃ শাহ আলম, উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন, উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা খন্দকার আল মামুন, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ ফারুক কামাল, সহসভাপতি মোঃ সাইদুর রহমান, সদস্য বশির আহমেদ,মোঃ মকবুল হোসেন, আবু তাহের নয়ন ও মাওলানা মোঃ ছফিউল্লাহ খান । এসময় উপস্থিত ছিলেন তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও যুগান্তর পত্রিকার কুমিল্লা উত্তর প্রতিনিধি মোঃ কবির হোসেন।
পরে প্রশাসনের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
দুপুরে হোমনা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা, অপরাহ্নে হোমনা মধ্যকান্দিতে স্থানীয়দের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপণ এবং বিকেল চারটায় নিকটবর্তী মাঠে মিনি বার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপরোল্লিখিত অতিথি বৃন্দ সহ এতে অংশ গ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা ও উইসডম এম্পায়ার স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইঁয়া, অধূমপায়ী ফোরাম (অফ) এর সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন আজাদ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু,সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুর্শিদ আলম, ফোরামের সহসভাপতি মোঃ আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী,
সহ সাংগঠনিক সম্পাদক এইচএম শরিফুল ইসলাম,
যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি ও
সাংবাদিক শরিফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন মোঃ আতাউর রহমান ও মোঃ এনায়েত।