মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই মহিমান্বিত উপলক্ষকে কেন্দ্র করে সাভারের সর্বস্তরের মানুষসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এই দিনে সকলের জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, বিশ্বময় বয়ে যাক শান্তির বার্তা।
এসময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই-এটাই হোক আমাদের ঈদের শপথ।