কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার হোমনা থেকে কুমিল্লা শাসনগাছা পযর্ন্ত সার্ভিস কৃত বাস নিউ একতা সার্ভিস গাড়ী থেকে যাত্রীদের টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে রূপালী সুপার সার্ভিস গাড়ীর লোকজন।
এতে করে কুমিল্লা গামী যাত্রীরা চরম দুর্ভোগ ও বিপাকে পরে যায়।
এ সময় যাত্রী হিসেবে একতা বাসে থাকা একজন সাংবাদিক ভিডিও ধারণ তার পরিচয় জানা সত্ত্বেয় ওই সাংবাদিকের সাথে চরমভাবে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন।
ঘটনাটি ঘটে ৩ জুন মঙ্গলবার বিকেল ৩ টায় কুমিল্লা জেলা তিতাস উপজেলার বাতাকান্দি বাজার স্ট্যাশনে।রূপালী গাড়ী কুমিল্লা থেকে হোমনা রুটে চলার অনুমতি আছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান একতা বাস কর্তৃপক্ষ।