মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজ্হার প্রধান জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের সানি খতিব হাফেজ ইউসুফ আলী।
ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জজ কোর্টে জিপি অ্যাডভোকেট সালামত আলী, পিপি শাহানুর রহমান শাহিন,শহর বিএনপি সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল সহ বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এছাড়াও জয়পুরহাট চিনিকল জামে মসজিদ,জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, তেঘর উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ঈদগাহ, কাশিয়াবাড়ী ঈদগাহ, তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৪৫০টি মসজিদ ও ঈদগাহে মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে আল্লাহর রহমত দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।