কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
টানা বৃষ্টিতে কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর থেকে জগতপুর গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে মাটি ধসে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তাই দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন তিতাস উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
আজ রবিবার (৮ জুন) সকাল থেকে উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাও. মো. জামিল আশরাফ আল-মাহমুদ এর নেতৃত্বে সড়কটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।
ইসলামী যুব আন্দোলন নেতা জামিল আশরাফ বলেন, “টানা বৃষ্টিতে গাজীপুর-জগতপুর সড়কটির সাগরফেনা সহ জগতপুর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে মরণফাঁদ হয়ে আছে। এসব ভাঙা স্থান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করে নির্বিঘ্নে মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই কাজ চলমান থাকবে, পাশাপাশি জনবান্ধন কাজে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে থাকবে।