কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
স্থানীয় প্রশাসনকে হাতে রেখে কুমিল্লা জেলা হোমনা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ব্যবসা করে যাচ্ছে এমনটাই অভিযোগ ওঠেছে ওপরের কর্মকর্তাদের বিরুদ্ধে।
সরজমিনে গেলে বালু ব্যবসায়ীরা জানায় ড্রেজার অবৈধ কিন্ত আমরা সিস্টেমে ব্যবসা করে যেতে হয়।
সিস্টেমটা হলো প্রশাসনিক কর্মকর্তাদের কে মেনেজ করে এবং আরো অন্যান্য নেতাদের কে টাকার বিনিময়ে মেনেজ করে আমাদের বালুর ব্যবসা করে হয়।
প্রশাসনিকদের টাকা দিলেও তারা কোন লিখিত অনুমোদন না দিয়ে শুধু মৌখিক ভাবে বলে দেয়।
এভাবেই সিস্টেম অনুমোদন পেয়ে তাদের ইচ্ছেমত অনিয়মভাবে পাইপ টেনে বিভিন্ন যায়গায় বালু ভরট করে থাকেন।
বালু ভরট করে গিয়ে রাস্তার ওপয ও ব্রিজের ওপর দিয়ে পাইপ নিয়ে রাস্তা ও ব্রীজ ভেঙে যাচ্ছে এতে জনসাধারণের ভোগান্তি বাড়ছে।
স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এসব অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বালুখেকোরা।
হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় ঘুষখোর সদস্যদের বিরুদ্ধে এমন নানাহ অভিযোগ উঠেছে একের পর এক।
তাদের বিরুদ্ধে নিচ্ছেনা প্রশাসনিক কোন আইনি ব্যবস্থা।