কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
১.সম্প্রতি তিতাসের শাহপুরে বহিরাগতদের প্রবেশ, দুপক্ষের মধ্যে গুলাগুলিতে আ’লীগের চেয়ারম্যানের জাহাঙ্গীর আলম সরকারের ভাই গুলিবিদ্ধ হয়েছে। আহত- ৭
২.তিতাসের তুলাকান্দি (সাগরফেনা) গ্রামে দুই বাক প্রতিবন্ধি শিশুকন্যা সহ বাক প্রতিবন্ধী বাবার বিষপান। দুই কন্যা মা-রা গেলেও, বাবা চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল রয়েছে।
৩.কলাকান্দি ইউনিয়নের মাছিমপুরের এক কবরস্থানে ঝুলন্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার।
৪.উত্তর আকালিয়ার বাক প্রতিবন্ধি বাইজিদ মিয়া ২দিন যাবত নিখোঁজ।
৫.আসমা লতিফ সার্জিক্যায়ার হসপিটাল থেকে মোটরসাইকেল চুরি।
৬.খলিলাবাদ গ্রামে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত , দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ। আহত একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে।
একই সাথে তিতাস উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত ঘটনা গুলোর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।