কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
খবর পেলেই ছুটে যেতেন কুমিল্লার আলোচিত হোসেন সাপুরি।
হাজার হাজার সাপ ধরেছেন বাড়ি বাড়ি গিয়ে। যেখান থেকে খবর আসতো ঐ বাড়িতে সাপ আছে সাথে সাথে ছুটে যেতেন আর নিজের সাহসিকতার সাথে সাপ ধরে আতঙ্ক থেকে রক্ষা করতেন তিনি।
হোসেন সাপুরির বয়স তেমন নয় ২৫ হবে। এই কম সময়ে কুমিল্লায় আলোচিত হয়েছেন এবং সুনাম অর্জন করেছেন সততার সাথে।
১০ জুন গভীর কুমিল্লার দাউদকান্দিতে রাতে সাপের কামড় খেয়েছে হোসেন সাপুরি।
নিজের শরীরে যখন বিষাক্ত সাপের বিষ ছড়ছে তৎক্ষণাৎ দাউদকান্দি কমপ্লেক্সে নিলেও সেখান থেকে সাপের বিষ নামানো বেক্সিং দিতে ঢাকা নিয়ে যাওয়া হয়।
সত্যিই আলোচিত সাপুরের সাহসিকতার প্রশংসায় ভাসাচ্ছেন হাজারো মানুষ আর হোসেন সাপুড়ি কে সাপে কেটেছে এই খবর জানতে পেরে মিডিয়া এবং সকলে তাহার সুস্থতা কামনা করছে।