কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
পুরাতন কমিটি বিলুপ্তি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নাজমুল করিম ফারুক।
১০ জুন’২০২৫ইং কড়িকান্দি বাজারস্থ ডে-লাইট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ‘‘তিতাস উপজেলা প্রেসক্লাব’’ এর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পর ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা কড়িকান্দি বাজারস্থ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পূর্বের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে রমিজ উদ্দিনকে কমিটি গঠনের সভার সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়। এসময় আমাকে পরবর্তী কার্যকরী কমিটির কোন পদে দায়িত্ব না দিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাখার অনুরোধ করি।

সভায় পরবর্তী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থীতার ঘোষণা দিলে এবং সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যবৃন্দ সকলে আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তী সভায় তা সমাধানের লক্ষ্যে ও একাধিক সদস্যের পারিবারিক কাজ থাকায় সভা মুলতবি ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সভায় উক্ত দুটি (সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) পদে চুড়ান্ত প্রার্থী নির্বাচিত করার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।