কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ার্ড আ’লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১০জুন) মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মজিদপুন ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আটক মোঃ হাশেম ভূঁইয়া শাহপুর গ্রামের মৃত ছাদীম আলীর পুত্র ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্যাহ জানান, মোঃ হাশেম ভুঁইয়ার বিরুদ্ধে তিতাস থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলার এজাহারে নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটকের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।