নিজস্ব প্রতিবেদক,
জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি ” এই স্লোগানকে সামনে রেখে তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘স্বাধীন বাংলা পার্টি । বুধবার (১১ ই জুন ) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ দলের নাম ঘোষণা করেন দলটির প্রধান উপদেষ্টা-মোঃ কামরুজ্জামান।
এসময় তিনি সভাপতি হিসেবে শাহ মোঃ শাহরিয়ার শান্ত এবং সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান লিমন ও শিহাব উদ্দিন রাজ, সাংগঠনিক সম্পাদক, মোঃ হোসাইন আহমদ সহ দপ্তর সম্পাদক, মোঃ নূরনবী সোহেলের নাম ঘোষণা করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক স্বাধীন বাংলা পার্টি। এটি বাঙ্গালী জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সুমহান স্বাধীনতাকে ধারণ করে। এটি প্রজাতন্ত্রের স্বাধিকার রক্ষার একমাত্র রাজনৈতিক পার্টি।
আজ সন্ধ্যায় তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
তিনি আরও বলেন, ক্ষুধা, অভাব, লোভ ও অপরাধ মুক্ত শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে (১) প্রত্যেক জনসাধারণের বিনামূল্যে আবাসন নিশ্চিত করা। (২) সর্বস্তরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা। (৩) বিনামূল্যে কার্যকর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। (৪) প্রত্যেক জনসাধারণের ব্যক্তিপর্যায়ে রাষ্ট্রীয় সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত করা।
(৫) দেশের সকল নাগরিকের দক্ষতা উন্নীত করে উপার্জনক্ষম শিক্ষা ও মেধাবীদের জন্য উন্নত গবেষণা করার ব্যাপক পৃষ্ঠপোষকতা করা। (৬) আইনের জন্য মানুষ থেকে মানুষের জন্য আইন প্রতিষ্ঠা করে দুর্নীতি ও অপরাধ জিরো টলারেন্সে নিয়ে আসা। (৭) মৌলিক অধিকার রাষ্ট্রীয় দায় হিসেবে গ্রহণ করে পৃষ্টপোষকতা প্রদান, ইত্যাদি অতীব গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সফল করার প্রতিশ্রুতি নিয়ে, বাংলাদেশকে আধুনিক শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং পার্টির সকল উদ্দেশ্য সফল করতে ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ শাহ মোঃ শাহরিয়ার শান্তকে পার্টির চেয়ারম্যান করে একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ঘোষণা পত্রের সাথে সংযুক্ত গঠনতন্ত্র ও নীতিমালার প্রতি একাত্মতা ও আনুগত্য স্বীকার করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি, এই স্লোগান দিয়ে স্বাধীন বাংলা পার্টির অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।