শাহাদাৎ হোসেন সরকার
আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল রাতে বাইপাইল এলাকা থেকে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।,
গত ১০ জুন রাত ৩:২৫ ঘটিকার সময় একটি নৃশংস ছিনতাই ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ (৩৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বাসিন্দা বলে জানা গেছে।
গত ১০ জুন রাতে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকার সুজকিজাপান বাইক সিটি ওয়ার্কশপের সামনে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে মোছাঃ জাহিদা খাতুন (বন্যা) এবং তার স্বামী খোকন মিয়াকে একদল ছিনতাইকারী আক্রমণ করে।
ছিনতাইকারীরা চাকু দেখিয়ে ভয় প্রদর্শনের পর বন্যার কাছ থেকে একটি টেকনো স্পার্ক-২০ প্রো প্লাস মোবাইল ফোন (মূল্য ৩২,০০০ টাকা) ও গ্রামীণফোন সিম ছিনিয়ে নেয়।
এ সময় খোকন মিয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে আসামি মাসুদ মিয়া চাকু দিয়ে তার বুকে ও বাম বগলে একাধিকবার আঘাত করে তাকে হত্যা করে। পরে বন্যা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৪, ধারা-৩৯৪/৩০২ ।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে সাভার সার্কেলের শাহিনুর কবিরের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাসুদ মিয়াকে শনাক্ত করে।
গতকাল রাতে বাইপাইল এলাকার এসএ পরিবহনের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মিয়া স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে বাইপাইল, আগুলিয়া ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে।
তার নির্দেশনা অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি এসএ পরিবহনের সামনের একটি কাভার ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে বিশেষ নজরদারি চলছে ।
এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হলেও পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য তারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা দাবি করেছেন,বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে রাতের বেলা অপরাধ প্রবণতা বেশি থাকে, তাই পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন ।
আশুলিয়া থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।