জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী, সাপধরী ও বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম এবং বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সাপধরী ইউনিয়নের কাশারিডোবা পয়েন্টে ২১০ মিটার এলাকাজুড়ে জিওব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন করেন জনাব হালিম। তিনি শিলদহ, সিন্দুরতলী, বরুল, মন্নিয়া গ্রামে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।