কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাসের এসফা সংগঠনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৩ জুন শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের কর্মসূচি ও চারা বিতরণ কার্যকম সম্পন্ন হয়েছে।
উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার চেয়ারম্যানম্যান অফিস সংলগ্ন প্রায় তিন শতাধিক চারা বিতরণ করেন।
নারান্দিয়া ইউনিয়েনর খলিলাবাদ,আসমানিয়া এবং ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি,কালিপুর সড়কে এসফার সদস্যবৃন্দরা গাছ লাগিয়েছেন।
এসফার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মো:নাজিরুল ইসলাম,সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা,সাধারণ সম্পাদক ইকবাল সরকার,সাংগঠনিক সম্পাদক মো:অলি,প্রচার সম্পাদক সুজন,মো:সাব্বির,মো:আরমান,মো:আয়মান ও মো:মাসুমসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।
সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার পর বিভিন্ন সংগঠন ও প্রেস ক্লাবের সভাপতিকে এসফার লগোকৃত টি-সার্ট সম্মাননা দেওয়া হয়।