স্টাফ রিপোর্টার, রোমান হোসেন
ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক ঢাকা উত্তর ড. খলিলুর রহমান মাদানী বলেন ইতিহাসে কোন স্বৈরাচার পালিয়ে গেলে আর প্রত্যাবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন
আজ (১৩ জুন) বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
এসময় ড. খলিলুর রহমান মাদানী আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা করেছে ক্রসফায়ারের নামে তারা নাটক করে বিনা দোষে দেশের বিভিন্ন প্রান্তে নির্দোষ ব্যক্তিদের হত্যা করেছে তারা আর কখনো এই দেশে ফিরে আসতে পারবে না বলেও বলেন তিনি।
ঢাকা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর শাহিনুর ইসলাম,
জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম,কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, ইমদাদুল হক, সাভার পৌর আমীর আজিজুর রহমানসহ আরো অনেকে।