ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন কচুয়া বাজারে জুমার নামাজের সময় এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে বাজারের ব্যস্ততা শেষে জুমার নামাজের সময় ব্যবসায়ী মাইনুল গাজীর দোকানে এই চুরির ঘটনা ঘটে।
মাইনুল গাজী জানান, শুক্রবার হাট শেষে প্রায় সাড়ে বারোটার দিকে তিনি দোকান বন্ধ করে নামাজের জন্য বাড়ি যান। এ সময় বাজারে লোকজন কম থাকায় সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোরেরা তার দোকানের পেছনের দিকের টিন খুলে ভেতরে প্রবেশ করে।
তিনি আরও বলেন, ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় তিনি আগের কিছু বিক্রির টাকা ও আজকের হাটে বিক্রির সমস্ত নগদ টাকা দোকানেই রেখে যান। চোরেরা সেই টাকাসহ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।