রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা কোনাবাড়ীতে নকল সিগারেটের গোডাউনে পুলিশি অভিযান, জব্দ সিগারেট ও টাকার তথ্য গোপন খুলনায় ০৩ মামলায় ০৮ বছর সাজাসহ ০৬ মামলার ওয়ারেন্টভূক্ত  আসামিকে গ্রেফতার করে র‍্যাব তিতাসে পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে জরিমানা কাউনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ২০ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান সাভারে ৫০০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি গ্রেপ্তার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বুড়িচং উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর আত্মহত্যা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

দুস্ত মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল ( ভিজিডি) বিতরণে সুবিধা ভুগীদের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা (প্রতিনিধি)

 

 

দুঃস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল (ভিজিডি) বিতরণ করতে গিয়ে সুবিধাভোগীদের কাছ থেকে ২হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মেলান্দহ উপজেলার ১নং দুরমু ঠ ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে !
মঙ্গলবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ জানিয়েছেন দুরমুঠবাসী।
জানা যায়, দুইবছর মেয়াদি ভিজিডি কার্ডধারী সুবিধাভোগীদের সময়সীমা গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। কিন্তু, অন্তরবর্তী সরকারের এসে আর নতুন কোনো তালিকা না করায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ থাকে। পরবর্তীতে সরকার কার্ডের মেয়াদ বৃদ্ধি করায় পূর্বের কার্ডধারীরা এক সাথে ৫ মাসের ১শ ৫০কেজি চাল পাচ্ছেন। এই চাল বিতরণ করতে গিয়ে দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছ থেকে ২হাজার করে টাকা হাতিয়ে নেয়। এই খবর ছড়িয়ে পড়লে দুরমুঠ ইউনিয়নের সচেতন নাগরিকরা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানান।
কর্মকর্তা এস এম আলমগীর হোসেন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহীর নির্দেশক্রমে দুরমুঠ ইউনিয়ন পরিষদে প্রতিনিধি পাঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রেরিত প্রতিনিধি আব্দুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিজিডির তালিকাসূত্রে সুবিধাভোগীদের সাথে কথা বলে চাল বিতরণের সময় টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত হন। এদিকে দুরমুঠ ইউনিয়নের বেশকয়েকটি ওয়ার্ডের সুবিধাভোগীদের সাথে কথা বলে টাকা নেওয়ার সত্যতা মিলেছে। এব্যাপারে বুধবার, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জান্নাতুন নাহার, ফোনে বলেন, আমরা ভিজিডির কার্ডধারীদের কাছে থেকে দুরমুঠ ইউনিয়ন পরিষদের মেম্বাররা টাকা নিয়েছেন বলে অভিযোগ এবং তদন্ত স্বাপেক্ষ প্রমাণ পেয়েছি। যা আমাদের সংগ্রহে রয়েছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে ডেকে এনেছি এবং তাকে কার্ডধারীদের কাছ থেকে নেওয়া সকল টাকা ফেরৎ বলেছি।

 

এবং ৩ কার্যদিবসের মধ্যে তারা আর ভবিষ্যতে এমন কাজ কোনোদিন করবে না মর্মে মুচলেকা দিতে বলেছি।অপরদিকে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতৃস্থানীয়রা জানান, পরিষদের বর্তমান চেয়ারম্যান মেম্বাররা শুধু ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে টাকা নেয়নি, চলমান টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পেও নয়ছয় করেছে। তারা মাটির রাস্তায় বালু ফেলে, কোথাও কোথাও না ফেলেও অর্থআত্মসাৎ করেছে। এব্যাপারে দুরমুঠ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মোঃ বিলাশ সরকারের মতামত জানতে তার পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইলফোনে মতামত জানার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102