মোহাম্মদ হানজালা, বেনাপোল প্রতিনিধ
যশোরের শার্শা উপজেলার, বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটেছে।
যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা, মোঃ মনিরুজ্জামান (৫২) তার স্ত্রী মোছাঃ রেহেনা (৪৫) কে শ্বাসরোধ করে হত্যার পর। নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ,মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
স্থানীয় বাসিন্দা দের সাথে কথা বলে জানা যায় যে, দীর্ঘদিন ধরে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল।এই পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী মনিরুজ্জামান নিজ স্ত্রীর রেহেনা খাতুন কে গলাচিপে হত্যা করে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
এমন মৃত্যুতে গ্রামে মানুষের মাঝে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এর পেছনে আরো অনেক বড় কারণ থাকতে পারে।
এ ঘটনার পরে, বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বামী-স্ত্রী উভায়ের মরাদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ দুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।