নিজস্ব প্রতিবেদক,
গীতার শিক্ষায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে পথচলা
“শ্রীশ্রী গীতার আলো, ঘরে ঘরে জ্বলো”—এই মহতী আদর্শকে সামনে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কোতোয়ালী থানা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা।
চট্টগ্রামের আন্দরকিল্লা সিটি কর্পোরেশন মার্কেটের (৩য় তলা) বাগীশিক মিলনয়াতনে, শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল আগামী দিনের কার্যক্রম পরিকল্পনা, গীতা শিক্ষার প্রচার ও প্রসার এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা। এতে কোতোয়ালি থানা সংসদের সভাপতি শ্রী অনুপম বিশ্বাস মহোদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী তুর্জয় দাশ মহোদয়ের সঞ্চালনার মাধ্যমে কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সংসদের পৃষ্ঠপোষক পুরোহিত শ্রী রূপন চক্রবর্তী (জনি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌ: শ্রী সঞ্জয় চক্রবর্তী (মানিক) প্রধান বক্তা হিসেবে ছিলেন বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর বিশেষ বক্তা হিসেবে ছিলেন বাগীশিক কোতোয়ালি থানা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী মতি সুচিত্রা দাশ মহোদয়া,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোতোয়ালি থানা সংসদের পৃষ্ঠপোষক শ্রী লিটন দাশগুপ্ত, শ্রী তপন কান্তি নাথ (তপু) আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সংসদের এড. রানা ধর, শ্রী রাজীব চক্রবর্তী, শ্রী টিংকু দাশ, শ্রী অজয় চক্রবর্তী, শ্রী চন্দন দাশ, শ্রী রাফি দেওয়ানজী, শ্রী উজ্জ্বল দাশ, শ্রী নয়ন রুদ্র (ইমন) ডাঃ উজ্জ্বল কুমার সুশীল, শ্রী সুকুমার দাশ, এড.নিপা পাল, শ্রী নয়ন শীল, শ্রী টিটু কান্তি দাশ, শ্রী সঞ্জয় বিশ্বাস, শ্রীমানি জয়শ্রী তালুকদার শ্রীমানি ঐশী চৌধুরী সহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অঁভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষা নিকেতন, বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা নিকেতন, চাক্তাই শ্রী শ্রী লোকনাথ ধাম গীতা শিক্ষা নিকেতন, শ্রী শ্রী মধুসূদন গীতা সংঘ, হরি ভক্তি প্রচারিনী সভা গীতা সংঘ, গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির, ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র সংঘ,
রঘুনাথ বাড়ি গীতা শিক্ষা নিকেতন ও অন্যান্য গীতা শিক্ষা কেন্দ্রের সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদগীতার জ্ঞান মানবজীবনে নৈতিকতা, ধৈর্য ও দায়িত্ববোধের অনুশীলনে এক অনন্য দিশারী। শুধু ধর্মীয় নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও গীতার উপদেশ যুগান্তকারী। তারা বলেন, “আমরা যদি গীতার আলো নিজের মধ্যে ধারণ করি, তবে আমাদের পরিবার, সমাজ, দেশ এবং আগামী প্রজন্মও আলোয় উদ্ভাসিত হবে।
পরিপাটি সজ্জিত সভাকক্ষ, দীপ প্রজ্বালন দিয়ে শুরু হওয়া অনুষ্টানে ছিল ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃত্য আবৃতি ও গীতা পাঠ । এই সভা ছিল শুধুই একটি সাংগঠনিক বৈঠক নয়; এটি ছিল এক আত্মিক মিলন, নৈতিকতায় বিশ্বাসী একটি সমাজ গঠনের অঙ্গীকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য গীতার শিক্ষাকে জীবনের অংশ করে তোলার প্রতিজ্ঞা নিয়েই শেষ হয় এই মনোমুগ্ধকর সভা।