নিজস্ব প্রতিনিধি, রোমান হোসেন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোক সংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
শনিবার (১৪জুন) সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার ভাড়াকৃত বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।এ সময় চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী।
বিএনপি নেতা খোরশেদ বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় সাভারের বিভিন্ন অসুস্থ মানুষের পাশে চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়াচ্ছি তারই অংশ হিসেবে আজ শিল্পী কাঙালিনী সুফিয়ার বাসায় এসে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করি এবং তার চিকিৎসার দায়িত্ব নেই।এসময় অন্যান্যের মধ্যে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ক্রীড়াবিদ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইয়ার রহমান উজ্জ্বল মোঃ ইউনুস খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া