ঝালকাঠি প্রতিনিধ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জিয়াউল উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড রাস্তাঘাট স্কুল গার্ডার ব্রিজ সহ এই উন্নয়নমূলক কাজের দেখ-বালের দায়িত্ব রয়েছেন জিয়াউল ।
নিম্নমানের ইট বালু খোয়া পাথরের পরিবর্তে ইট খোয়া, লাল বালুর পরিবর্তে সাদা বালু , নিম্নমানের ইট, দিয়েই চলছে উন্নয়নমূলক কাজ,, এ বিষয়ে স্থানীয় জনসাধারণ ও শিক্ষকরা অভিযোগ করলে ঠিকাদারি কাছে অভিযোগ করলে এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি জিয়া, এমনকি আওয়ামী লীগের ঠিকাদারদের নিয়ে হাতাহাত করে নিম্নমানের কাজের সহযোগিতা করে মোটা অংকের টাকা বিনিময়ে নিম্নমানের কাজের সহযোগিতা করে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানকে , অনুসন্ধানী জানা যায় রক্ষকই হয়ে গেলেন বক্ষ, জিয়াউল কাছে নিম্নমানের কাজের অভিযোগ করিলে তিনি তোয়াক্কা না করেই আওয়ামী লীগ দোসরদের এবং ঠিকাদারদের সহযোগিতা করে যাচ্ছে, ১নং চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজে নিম্নমানের খোয়া ইট বালু সিমেন্ট রড লাল বালু, সাদা বালু দিয়ে ভবনের কাজ চরম অবস্থায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন একাধিকবার অভিযোগ করলেও কোন সুফল পায়নি, প্রায় কাজ সম্পন্ন,
৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের গাডার ব্রিজে নিম্নমানের খোয়া সাদা বালু দিয়ে নিম্নমানের কাজ চলছে ঢালাইর কাছে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের অফিসের স্টাফ না থাকার শর্তেও ঢালাইয়ের কাজ করে, ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার হইতে দোগনা সড়ক গাডার ব্রিজের কাজ চলমান রয়েছে এই কাজের অনিয়মে শহিদুল ইসলাম স্থানীয় বাসিন্দা একাধিকবার অভিযোগ করলেও কাজের অনিয়ম থামাতে পারেনি, এ ধরনের অভিযোগ জিয়া কোন তোয়াক্কা না করে আওয়ামী লীগের ঠিকাদারের সাথে হাতাহাত করে চালিয়ে যাচ্ছি উন্নয়নমূলক কাজ,জমাদ্দারহাট হইতেই কৈখালী বাজার সড়কের কাজে দশটি কালভার্ট এর কাজ চলমান রয়েছে এই কাজে লাল বালুর পরিবর্তে সাদা বালু দিয়ে পাথর খোয়া পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ চলছে জিয়াউর নেতৃত্বে চলমান, সঠিকভাবে তদন্ত না করায় কালভার্ট উপরে জাগিয়ে দেওয়া হয়েছে এখন কালভার্টের নিচ থেকে এই পানি যাওয়া যাওয়া-আসা করে যেকোনো সময় রাস্তা ভেঙ্গে পড়তে পারে,
এ ধরনের অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে,
ভোল পাল্টে এখন স্রোতের সাথে চলার চেষ্টা করছেন, স্বৈরাচারের চিহ্নিত দোসর এসব দুর্নীতিবাজ, কর্মকর্তাদে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ। গতিশীল হবে না সরকারের কাজ। এমনটাই জানিয়েছেন দীর্ঘদিন নিপীড়নের শিকার হওয়া কর্মকর্তারা।
জানা যায়, শেখ হাসিনার স্বৈরাচার সরকার বিগত ১৫ বছর জনবলই আওয়ামী সরকারের আমলে নিয়োগকৃত। এরমধ্যে স্থায়ী জনবল আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সুবিধাবুগি মোঃ জিয়াউর রহমান উপ-সহকারী প্রকৌশলী কাঠালিয়া উপজেলা-বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ: ১৪ মার্চ ২০২৪,””এ দুর্নীতির বিষয়ে জানতে চাইলেন তিনি অস্বীকার করেন, নিজেকে বিএনপির নেতা হিসাবে দাবি করে মোঃ জিয়াউর রহমান-উপ-সহকারী প্রকৌশলী কাঠালিয়া উপজেলা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বলেন আমি অসুস্থ এসে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। “মোঃ শহীদুল ইসলাম সরকার নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি তিনি বলেন জিয়াউর বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া।