পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশী গরু ও চাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আক্কেলপুর থানা এলাকা ডাকাতির অন্যতম হোতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান তিনি।