মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রান্তিক কৃষকদের জন্য কৃষি সহায়তা কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)।
সোমবার (১৬ জুন) সকালে উপজেলার দেওয়ানের খামার সংলগ্ন ব্র্যাক অফিসে আয়োজিত এই আয়োজনে কুড়িগ্রাম অঞ্চলের ২০০ জনের মধ্যে ৫০ জন কৃষক ও কৃষাণী সদস্যের মাঝে ”মুক্তি -০১” নামে উচ্চ ফলনশীল হাইব্রিড আমন ধানবীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহণকারী কৃষকদের নিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ সেশনে বীজ বপনের সঠিক পদ্ধতি, রোপনের সময়সূচি, সার ব্যবস্হাপনা এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে হাতে কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রশিক্ষণ দল কৃষকদেরকে ” মুক্তি -০১” জাতের ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানান, যেমন উচ্চ ফলন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশ সহনশীলতা। এতে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। অনেকে সরাসরি তাদের চাষাবাদের সমস্যা অভিজ্ঞতা তুলে ধরেন ও ব্র্যাক কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্হানীয় কৃষকগণ। এ বিষয়ে কৃষাণী রওশনারা বলেন, বাজারে ভালো বীজ পাওয়া যেমন কঠিন, তেমনি দামও বেশি। ব্র্যাক আমাদের যেটা দিয়েছে, সেটা ভালো মানের এবং এটা আমাদের জন্য বড় সহায়তা।
বক্তারা জানান, ব্র্যাক শুধু বীজ বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং কৃষকদের জন্য শস্য নিরাপত্তা বীমা সুবিধা চালু করে তাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতেও কাজ করেছে। প্রতিটি কৃষককে নিদিষ্ট পরিমাণ মান সম্পন্ন বীজ সরবরাহ করা হয়, যা তাদের এক মৌসুমের চাষাবাদের পর্যাপ্ত হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক (অর্থ ও হিসাব বিভাগ) ও এলাকা ব্যবস্হাপক (দাবি) মোঃ সেলিম খন্দকার মোঃ আবুল কালাম আজাদ, এলাকা ব্যবস্হাপক (প্রগতি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্হাপক( অর্থ হিসাব) গণেশ চন্দ্র সরকার, বিএম ( দাবি) মোছাঃ লাকী পারভীন , ( সম্প্রসারণ কর্মকর্তা কৃষি) মোঃ আব্দুর রশিদ।
স্থানীয় পর্যায়ে কৃষকদের জন্য ব্র্যাকের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।