র্যাব-৬, যশোর ৩টি পৃথক অভিযান চালিয়ে ৩ জন পলাতক আসামীকে আটক করে।
র্যাব -৬ জানান,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুন ৬ টা ৪০ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন রেলগেট পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আশিকুর রহমান ওরফে বাবু (২৯), পিতা-জালাল মন্ডল ওরফে টাক জালাল, সাং- রেলগেট পশ্চিম পাড়া এ/পি নতুন উপশহর সি ব্লক বাসা নং ২৪৫ কাজী সালাউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, কোতয়ালী,
যশোরক থেকে আটক করে একই তারিখ ৫ টা ৩০ মিনিটের সময় জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ওরফে সুমন (২৫), পিতা-মোতালেব হোসেন, সাং-মন্ডলগাতী পূর্বপাড়া,কোতয়ালী, যশোর থেকে গ্রেপ্তার করা হয়।