কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজারমার দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন চৌদ্দগ্রাম থানার পুলিশ।
অজ্ঞাতনামা পুরুষের(৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরণে কোন পোশাক ছিল না। ১৭ জুন মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের রাজার মার দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চৌদ্দ গ্রাম থানার ওসি মোহাম্মদ হেলালউদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে হাজারো জনতা ভিড় জমিয়েছে।
রাজারমার দিঘির পাহারাদার আবদুল মতিন ও হায়াতুন্নবি সাংবাদিকদের জানিয়েছেন সকাল ১০ টায় যখন দিঘিতে মাছের খাবার দিতে নামতে যাই ঠিক দিঘির উত্তর পূর্ব কোনায় লাশটি ভাসতে দেখি।তখনই আমরা আশেপাশের লোকজনকে জানাই তারপর পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটি কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।