আজ ইসলামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ও সরকারি ইসলামপুর কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এ এস এম আব্দুল হালিম।
ইসলামপুর উপজেলা ছাত্রদল ও সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এ এস এম আব্দুল হালিম বলেন
“বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আজ বাংলাদেশেও স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি, অস্বাভাবিক আবহাওয়ার কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু প্রয়োজন নয়, দায়িত্বও। গাছ রোপণ মানেই ভবিষ্যতের দিকে একটি সজীব বার্তা পৌঁছে দেওয়া।”
এই কার্যক্রমের মাধ্যমে ছাত্রদল নেতারা জানান, তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করবেন এবং ইসলামপুরকে সবুজ রাখার প্রয়াসে সকলকে সম্পৃক্ত করার আহ্বান জানান।