প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১০:৫৬ পি.এম
তিতাসের লালপুরের নবমশ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণ মামলার ফারুককে আটক করেছে পুলিশ

কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামের মো: শিরু মিয়ার ছেলে ফারুক মিয়া (২১)।
জানা যায়, উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে আসামি ফারুকসহ অজ্ঞাতনামা ৪-৫ জন আপত্তিকর অঙ্গভঙ্গি, পড়ার রুমে বিভিন্ন সময় জানালা দিয়ে চিরকুট নিক্ষেপ ও ইভটিজিং করতো। পরে ২৭ মে দুপুরে ভিকটিম উপজেলার লালপুরস্থ ঈদগাহ সংলগ্ন বড় মাঠের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় আসামিসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তার পথরোধ করে চোখে পেপার স্প্রে দিয়ে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে হাত, পা বেঁধে ও মুখে কস্টেপ পেচিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়ার জন্য লালপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদী সংলগ্ন মোতালেব মিয়ার ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়ে যায়। সেই সময় স্থানীয় এক মহিলা গোসল করার জন্য নদীর ঘাটের দিকে আসতে দেখে আসামিরা ভিকটিমকে বাধা অবস্থায় ফেলে দিয়ে দ্রুত চলে যায়।
এ ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে আসামি ফারুকসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে তিতাস থানায় অপহরণ মামলা করেন (মামলা নম্বর-১০)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে উপজেলা লালপুর এলাকা থেকে আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি, ১ম কলোনি, মাজার রোড মিরপুর -১, ঢাকা অফিস নম্বর ০৯৬১১৫২৮২৭২ Email: sottoprokash8643@gmail.com
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ