রতন কুমার ঘোষ, ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র অর্থনৈতিক জোন খ্যাত গোডাউন মোড়স্থ ব্যাংক পাড়া।শহরের উন্নয়ন কাজ, প্রশস্ত সড়ক ও মাষ্টার প্লানের ড্রেনেজ নির্মাণ কাজ চলমান। প্রায় ৩ মাসাধিক পূর্বে শহরের গুরুত্বপূর্ণ জায়গাটিতে ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করলেও অদ্যাবধি ড্রেন নির্মাণ হওয়ার পরও ড্রেনের সরু গর্তগুলো ঝূঁকিপুর্ণভাবে রেখে দেয়া হয়েছের।এতে করে ব্র্যাক ব্যাংক ও সংশ্লিষ্ট মার্কেটের দোকানদার, ক্রেতা সকল, পপুলার ডাযাগনষ্টিক সেন্টারের অসুস্থ রোগী, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, পিএলসি,এনআরবিসি ব্যাংক পিএলসির গ্রাহকগণ দারুণ বিপাকে পড়ছে।
ব্র্যাক ব্যাংকের এটিএম বুথতো রীতিমত বিপদজ্জনক অবস্থায় রয়েছে।বিভিন্ন ব্যাংকের সেবা গ্রহিতা ও দোকান ব্যবসাঢীদের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্হাপনা ও দায়িত্বহীনতারও অবহেলাকে দোষারোপ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ও উপজেলা উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
ভেড়ামারা শহরের শ্রী বৃদ্ধিতে প্রশস্ত সড়ক ও মাষ্টার প্লানেড ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপুর্ণ। তবে সে উন্নয়ন কর্মকান্ডের নামে জনভোগান্তি নিঃসন্দেহে অপ্রয়োজনীয়।শহরের মানুষের জীবন যাত্রার মানন্নোয়ন ও গতি বৃদ্ধিতে অর্থনৈতিক বিষয় সংশ্লিষ্ট ব্যাংক পাড়ার জনভােগান্তি লাঘবে সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই সকলের প্রত্যাশা।