উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (পাসপোর্ট নম্বর- A08018644) নামের একাধিক মামলার আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি।
আটক রিপন বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলা নম্বর-৪১ (ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়েরকৃত মামলা নম্বর-২৯ (ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩) রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, সে এজাহারভুক্ত আসামি তাকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।