মোঃ আব্দুর রাজজাক রাজু, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। গত মঙ্গলবার (১৭ জুন) এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার থেকে জানাজানি হয়। এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, থানা হেফাজতে থাকা ট্রাংকের ছবিতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাংকটি। দুটি তালাই উধাও। ট্রাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
ট্রাংক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
তিনি বলেন, ‘লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্তে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘যে প্রশ্নপত্র চুরি হয়েছে তা ইসলামের ইতিহাসের। বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে।থানা থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকাবাসী ও অভিভাবক মহল এ প্রশ্নপত্রের সাথে সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দায়িত্বরত ও ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তি দাবী করেছেন।তিন সদস্যের তদন্ত কমিটি আগামীকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।