শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ফলদ চারা বিতরণ  কাশিমপুরে বস্তাবন্দি ছিন্নভিন্ন মরদেহ মানব কঙ্কাল উদ্ধার নির্দোষ সাংবাদিক পিতার মুক্তির দাবিতে সন্তান-পরিবারের সংবাদ সম্মেলন চট্টগ্রামে এনসিপির পদযাত্রা রোববার ইবি শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠন সাংবাদিক সংস্থা বদলগাছীর সংশোধিত নতুন কার্যকরী কমিটি গঠন; সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ফিরোজ বরিশালের যুবক তিতাসে হত‍্যা আটক ৩ তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মিথ্যাচার ও অপপ্রচার সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাঠালিয়া বিক্ষোভ মিছিল ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট দরজায় কড়া নাড়বে জনগণ তা মানবে না: রিজভী অভয়নগরের তরিকুল হত্যা মামলা ৫ আসামি আটক, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

ভেড়ামারায় কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি বক্তব্য 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
মোঃ বাবুল আক্তার, কুষ্টিয়া প্রতিনিধি 
কুষ্টিয়ার ভেড়ামারায় কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে  বিএনপি’র দু’গ্রুপ   পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। এক পক্ষ ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু এবং   অন্যপক্ষ বিএনপি সার্চ কমিটির সদস্য, সভাপতি প্রার্থী শামসুল হক ও সার্চ কমিটির অন্য ৪ সদস্য। তারা নিজেদেরকে নির্দোষ এবং উভয় পক্ষই অন্যপক্ষকে এই ঘটনার জন্য দোষারোপ করেছেন। গত ১৭ই জুন উপজেলার ধরমপুর ইউনিয়নের গো’হাট সংলগ্ন এলাকায় বিএনপি সার্চ কমিটির বৈঠকে কেন্দ্র করেই এই গোলাগুলি, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। 
উভয় পক্ষ থেকে জানা যায়, ১৭ই জুন বিকেল চারটায় সার্চ কমিটির বৈঠক শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে। বৈঠক শেষে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়ন করা হয়। রাত বারোটার পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বিএনপি কর্মী হামিদুল, আরিফ ও টিপু মেকার আহত হন। ভেড়ামারা সরকারি  কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আকাশের বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয়। এছাড়াও  নয়নের ফার্নিচারের দোকানেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। 
ঘটনার পরের দিন ১৮ই জুন রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু ও আহত হামিদুল ও আরিফের পক্ষ থেকে  সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। সেখানে দাবি করা হয় শামসুলের নেতৃত্বেই তাদের ওপরে আক্রমণ করা হয়। এক্ষেত্রে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 
অপরদিকে ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য,  ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী শামসুল হক সহ চারজন সার্চ কমিটির সদস্য মোঃ জালাল মাতুব্বর, মো: আব্দুল মান্নান, মো: আলী হোসেন ও আব্দুল মজিদের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়।
সেখানে প্রত্যেকে ১৭ তারিখের ওই হামলার জন্য  রবিউল ইসলাম সরকার, আসাদুজ্জামান মিঠু সহ ওই পক্ষের অন্যান্য নেতাদের অভিযোগ করেন। তারা আরও দাবি করে বলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির  কমিটি যেন গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।এ বিষয়ে তারা ভেড়ামারা থানায় দোষীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের  অন্তত  চারটি অভিযোগ করাছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার দৈনিক সত্য প্রকাশকে বলেছেন,গত ১৭ ই জুন উপজেলার ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠকের পর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই বিষয়ে উভয় পক্ষ থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সেগুলো আইনি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102