শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের কাজীর আখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার রশিদপুর এলাকার আলতি শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠান শেষে পৌর শহরের কাজীর আখের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী রাজিব বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এদিকে আবুল কালামকে চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে এক কিলোমিটার দূরে কম্পপুর এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জমির মধ্যে গিয়ে পড়ে। পরে বাসটি রেখে চালক ও চালকের সহকারী পালিয়ে যান।