নিজস্ব প্রতিবেদক,
ঢাকা-সাভারের আশুলিয়া উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় গতকাল (২০ জুন) বিকেলের দিকে রাস্তার বন্দোবস্ত করতে গিয়ে জমির মালিকপক্ষ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।
দায় ও অভিযোগ: জমির মালিক আবুল হোসেন তার ব্যক্তিকৃত জমির অংশে দেয়াল নির্মাণ শুরু করেন, যা শিমুলিয়া বাজার–শ্যামশানঘাট পর্যন্ত গ্রামের সড়কটিকে অবরুদ্ধ করে। রয়েছেন গ্রামবাসীরা স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে দেয়াল ভেঙে দেন।
সংঘর্ষ: মালিকপক্ষের লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালায়, পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, ইট ছোড়া হয়।
আহত: কমপক্ষে ৮ জন আহত হয়েছেন: শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ ও জহিরুল ইসলাম—যারা আশুলিয়া ও ধামরাই এলাকার বাসিন্দা। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিয়ে করা বক্তব্য: পুলিশ জানিয়েছে, স্থানীয় ৯৯৯ কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন; উভয় পক্ষ থানায় অভিযোগ করে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
রাস্তাকে কেন্দ্র করে জমিজমা বিরোধ: জনপ্রিয় পথ রক্ষার দাবিতে সাধারণ গ্রামবাসী আর জমির মালিকের মধ্যকার দ্বন্দ্ব-এ সংঘর্ষের মূল কারণ। নিজেদের চলাচলের অধিকার রক্ষার প্রয়াসেই তারা দেয়াল ভেঙে দেয়।
আইনশৃঙ্খলার ভাব: ঘটনা পুলিশের উপস্থিতিতে সংঘটিত হয়েছে, যা পরিস্থিতির উত্তেজনা ও অধিকার রক্ষার তীব্র সংকট নির্দেশ করে।
ইতিমধ্যে ৮ জন আহত; উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
পুলিশ তদন্ত করছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং
পুলিশ ও প্রশাসন পক্ষে থেকে জানা যায় যে দ্রুত তদন্ত করে দায়িত্বজড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন স্থায়ী সমাধান নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরিতে ভূমিকা নিতে হবে। গ্রামবাসী জানিয়েছেন আইনি পথে নিজেদের অধিকার সার্বক্ষণিক রক্ষা করবো, যাতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো যায়।
এ ধরনের সমস্যা আপনার এলাকায় কখনও ঘটেছে? মন্তব্যে জানানোর অনুরোধ রইলো।