মোঃ বাবুল আক্তার, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের উদ্যোগে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শনিবার সকালে স্থানীয় সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিবীণা শিক্ষা উদ্যানের চেয়ারম্যান তাজকিয়ারুল হকের সভাপতিত্বে ও পরিচালক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্ৰি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়ার সোহান’স ভার্সিটি এডমিশন কোচিং-এর পরিচালক তাঁতী মোঃ নাহিদুল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম,
ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রাশেদ আলী, প্রভাষক সাজেদুল ইসলাম, বিজেএম ডিগ্ৰি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও অগ্নিবীনা শিক্ষা উদ্যানের উপদেষ্টা প্রকৌশলী বাবুল আক্তার।
অনুষ্ঠানে অগ্নিবীণা শিক্ষা উদ্যানের বিভিন্ন পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।