প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১০:৩৩ পি.এম
কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২

কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
গত ২১ জুন শনিবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১। মোজাম্মেল হোসেন অমি (২৭) এবং ২। সাইমন হোসেন (২৩) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোজাম্মেল হোসেন অমি (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শিমপুর গ্রামের মৃত ফতে আলী এর ছেলে এবং ২। সাইমন হোসেন (২৩) একই গ্রামের শহিদ আলম এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি, ১ম কলোনি, মাজার রোড মিরপুর -১, ঢাকা অফিস নম্বর ০৯৬১১৫২৮২৭২ Email: sottoprokash8643@gmail.com
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ