যশোরের চৌগাছায় ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার(২২ জুন) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেমা কালিতলা বাবুঘাট পাড়ায় এলাকার মৃত জিন্নাহ দফাদারের ছেলে সোহাগ হোসেনের স্ত্রী। তারা মহেশপুর উপজেলার জিতেরপুর গ্রামের আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। নিহতের বাবার বাড়ি মাগুরা জেলায়।
স্থানীয় বাসিন্দা ও পাশের বিল্ডিংয়ে কাজ করা শ্রমিকরা জানান, সকালে সোহাগ অচেতন অবস্থায় স্ত্রীকে একটি ভ্যানে তুলতে চেষ্টা করছিল। এ সময় শ্রমিকরা দেখতে পান, ফাতেমার জিহ্বা বের হয়ে আছে। জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।