রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তিন বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান (৫২) কে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। রোববার (২২ জুন) বিকাল ৫টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট এর আনুষ্ঠানিকতা করার সময় তার নামে কোন মামলা আছে কি না তা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাচাইকালে মারামারি করার একটি মামলা ধরা পড়ে।
আনিছুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকোরচালী গ্রামের আ: সাত্তার এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ-১৪৯৯০৫৬১।
বেনাপোল ইমিগ্রেশন এর উপ-পরিদর্শক জাকারিয়া বলেন, তিনি সহ তার ভাই ভাবি ও ভাতিজা ভারতে চিকিৎসা ভিসায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তার নামে দেখা যায় মামলা আছে যার মামলা নং -৭ তারিখ ২/১১/২৪, মামলা ধারা ১৪৩/১৪৮/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ও ১১৪। আসামি আনিছুর এর নামে দুইটি মামলা আছে বলেও তিনি জানান। তবে তার সাথে থাকা অন্য তিনজনের নামে কোন মামলা নাই।আনিছুর রহমান জানান, তার এলাকায় অনেক সুনাম আছে।আমি তিনবার তারাগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সাধারন একজন আওয়ামীলীগের সদস্য। জনগন ভালবেসে আমাকে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।