রতন কুমার ঘোষ, ভেড়ামারা প্রতিনিধি
২২ জুন রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এতদাঞ্চলের ঐতিহ্যবাহী মহিলা মহাবিদ্যালয় ভেড়ামারা সরকারী মহিলা মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীদের মহাবিদ্যালয়টির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠানে আয়োজন করা।
অত্র মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাসরুর উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আনিসুর রহমান, অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, মোঃ নাসির উদ্দীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার সাথে তাল মিলিয়ে সময় ক্ষেপন না করে পাঠে আরো বেশী মনোনিবেশ করে ভাল ফলাফল করার ব্যাপারে তাগিদ দেয়া হয়।
শিক্ষাই দম্ভ, শিক্ষাই গর্ব, শিক্ষাই জাতির মেরুদন্ড।ভেড়ামারা সরকারী মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ শিক্ষক মন্ডলীদ্বারা পরিচালিত হয়ে মানসম্পন্ন শিক্ষার সূতিকাগার হিসেবে পরিচিতি লাভ করেছে।ভবিষৎ এ মহাবিদ্যালয়টি পাঠদানের ক্ষেত্রে আরো সমৃদ্ধ হবে, এমনটাই সুধী সমাজের প্রত্যাশা।