নিজস্ব প্রতিনিধি, রোমান হোসেন
ঢাকার সাভারে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপি’র দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলের সেনাবাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শনিবার (২১জুন) দুপুর বারোটার সময় সাভার পৌর কাতলাপুর এলাকায় ব্লুটেক্স গার্মেন্টসের সামনে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নীতে এই সংঘর্ষ হয়। এদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন আমাদের ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সাবেক মেয়র রেফাত গ্রুপের অনুসারীরা জোরপূর্বক সাভারে ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ নিতে সাবেক মেয়রের ছেলে সাব্বিরের নেতৃত্বে দেশিয় অস্ত্র, লাঠি হকিস্টিক দাও ও দেশিয় অস্ত্র নিয়ে আমাদের জুলাই আগস্টে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের নেতা কর্মীদের উপর উপর তারা সন্ত্রাসী হামলা করে।
আবেদিন টেক্সটাইল কর্তৃপক্ষ বলেন বিএনপির সাবেক মেয়র রেফাত অনুসারীরা স্টোরের তালা ভেঙে স্টোরে থাকা ঝুট জোর করে তারা নিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা পরিস্থিতি স্বাভাবিক করে । আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন শিল্পাঞ্চল ও কলকারখানায় কোন প্রকার অরাজকতা বিশৃঙ্খলা নৈরাজ্য কাউকে করতে দেওয়া হবে না বলে জানান।