নিজস্ব প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গদাধর গ্রামে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অভিযোগকারী মো. মশিউর রহমান জানান, তার পৈত্রিক ১২ শতাংশ জমিতে দীর্ঘ ১০-১২ বছর আগে ইউক্যালিপ্টাস গাছ লাগানো হয়। জমিটি তার বসতবাড়ির পাশেই অবস্থিত। প্রতিপক্ষ একই গ্রামের মো. রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা সেই গাছ নিজেদের দাবি করে জোরপূর্বক গত ১৯ জুন তিনটি গাছ কেটে নেয়।তিনি আরও জানান, গাছ কাটার সময় তার মা মোছা. মোর্শেদা বেগম বাঁধা দিলে তারা সেসময় গাছ কাটা বন্ধ করলেও পরদিন ২০ জুন সকালে ফের গাছ কাটতে আসে।
বাঁধা দেওয়ায় ২ নম্বর অভিযুক্ত নাজমুল, ১ নম্বর অভিযুক্ত রেজাউল করিমের হুকুমে দা দিয়ে তার মায়ের ডান হাতে আঘাত করে। পরে সবাই মিলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। বৃষ্টির কারণে আশপাশের কেউ তাৎক্ষণিকভাবে এগিয়ে না এলেও পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সাক্ষী হিসেবে এলাকার কয়েকজন বাসিন্দার নামও উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে আছেন হালিমা বেগম, সাজু মিয়া, বাবুল মিয়া ও মোশারফ হোসেন।অভিযোগের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) শাহ আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।