জামালপুর জেলার বিভিন্ন স্থানে প্যারালাল অভিযান করে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ আতিকুর রহমান, এসআই মোঃ আব্দুল আল আজাদ, এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ আব্দুল মতিন এর তত্ত্বাবধানে গত ২৪ ঘন্টায় একযোগে পরিচালিত প্যারালাল মাদকবিরোধী অভিযানে মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জামালপুর ডিবি । তারা হলেন জামালপুর শহরের লাঙ্গলজোড়া ঘুন্টিঘর মরহুম আব্দুল গণির ছেলে মোঃ আব্দুল মিঠুন @ মোঃ আব্দুল রুবেল (৩৬),মেলান্দহ ঝাউগড়া এলাকার মো: জাকির হোসেনের ছেলে মোঃ ফরহাদ আলম @ তাপস (২৬), শহরের শাহজাদপুর এলাকার মো: উমেদ আলীর ছেলে মোঃ আহালু @ মইনুদ্দীন (৩২),মাদারগঞ্জ উপজেলার পশ্চিম জৈটা পাড়া এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে মোঃ মিন্টু (৩৮), ভেলামারী এলাকার মো: মোন্নাত এর ছেলে মোঃ সাগর (৩২)।
এ বিষয়ে জামালপুর ডিবির অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, এ সকল অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আদালতে প্রেরণ করা হয়েছে।