বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়
সড়ক দুর্ঘটনায় মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বাবুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মোঃ হোসাইন নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
মৃত হোসাইন বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মোস্তাক শেখের (গ্রাম পুলিশ মোস্তাক) একমাত্র ছেলে।
শিশুটি গত শুক্রবার সকালে রাস্তা দিয়ে বাইসাইকেল চালাচ্ছিল। পেছন থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে তাকে আঘাত করে। আহত অবস্থায় শিশিটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে সেখানে শিশিটি মারা গেছে।