নিজস্ব প্রতিনিধি, রোমান হোসেন
ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে গলায় দড়ি পেঁচিয়ে ফেরদৌস নামে যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭জুন) সকালে সাভার পৌর ৩ নং ওয়ার্ড মালঞ্চ এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় দড়ি পেঁচিয়ে ফেরদৌস নামে যুবকের আত্মহত্যা পরে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত ফেরদৌস সাভার থানার রহিম মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০২২সালে বিয়ে হয়েছিল ফেরদৌেসের (২৫) কুমিল্লার মেয়ে স্ত্রী নুপুরের (২২)সাথে তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ হয়ে আসছিলো। কলহের জেরে তারা স্বামী স্ত্রী যে যার মত দীর্ঘদিন যাবত আলাদা ভাবে জীবনযাপন করে আসছিল । দুদিন আগে স্ত্রীর নূপুরের পক্ষ থেকে লিখিত আকারে সংবাদ আসে ফেরদৌসের সাথে আর স্বামী-স্ত্রী সংসার জীবন করবে না।
এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে নিজের বাবা-মার সাথে অকারনে ঝগড়া করে। গতকাল রাত থেকে অভিমান করে খাওয়া-দাওয়া ও কারো সাথে কথা বলা বন্ধ করে দেয়। শুক্রবার সকালে ভোরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে ফেরদৌস দড়ি দিয়ে ঘরের রুয়ার সঙ্গে ঝুলতে দেখেন এসময় চিৎকার চেঁচামেচি করলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস কে দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।
সাভার থানার পুলিশ এস আই মনির জানান, ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হবে । এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।