মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
ইসলামপুর প্রিমিয়ার লীগ-২০২৩
সাকলাইন স্মতিসংঘের পক্ষ থেকে বিজয়ের মাস উপলক্ষে “ইসলামপুর প্রিমিয়ার লীগ-২০২৩” ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই,সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
স্থান:- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন এবং বাহাদুপুর ইউনিয়নের বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মিনি স্টেডিয়াম (লতিফ ডাক্তারের বাগান)
উক্ত ক্রিকেট খেলায় আগ্রহী সকলকে আমন্ত্রণ করা হলো
খেলার শর্তাবলী
১/ প্রতিটি ম্যাচ ১২ ওভারে অনুষ্ঠিত হবে।
২/ প্রতিটি দলে ১০(দশ জন) খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে।অতিরিক্ত হিসেবে ২ জন খেলোয়ার রাখা যাবে।
৩/ জার্সি, গ্লোভস,ট্রাওজার থাকা বাধ্যতামূলক।
৪/ প্রতিটি খেলা নক-আউট পদ্ধতিতে পরিচালনা করা হবে।
৫/ এক দলের খেলোয়ার অন্য দলে খেলতে পারবে তবে (সর্বোচ্চ ৩ জন) ৫০ টাকা ডনিশনের বনিময়ে।
৬/ খেলায় অ্যাম্পায়ার ও কমিটির সিন্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৭/ কোন দল খেলায় অপ্রীতিকর ঘটনা ঘটালে সেই দলকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
৮/ প্রতিটি দলকে খেলা শুরুর ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত হতে হবে।
৯/ আগামী ১০/১২/২০২৩ ইং তারিখে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
১০/ খেলার এন্ট্রি ফিস ৪০০ টাকা।
১১/ যে সকল দল টুর্নামেন্ট অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ০৬/১২/২০২৩ ইং তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে।
১২/ প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলার সময়সূচী পরিবর্তন হতে পারে।
যোগাযোগ :- ০১৭৮৫৭৬৯০৭৭,০১৭৮০৯৫৪৮৫৬