মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
বিনামূল্যে ইউনিফর্ম পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তারা বলছেন এর আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা তেমন কোন সুযোগ-সুবিধা পাইনি। নতুন অধ্যক্ষ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের যেমন নানামুখী উন্নয়ন হচ্ছে তেমনি আমরা শিক্ষার্থীরা পাচ্ছি নানা সুযোগ-সুবিধা। হয়েছে মাদ্রাসার সুন্দর পরিবেশ এবং শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন।
রবিবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার পুর এম ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষাকারী গাছ ও মাদ্রাসা ড্রেস বিতরণ করার সময় এসব তথ্য জানান শিক্ষার্থীরা। উপজেলা কৃষি অফিসের সহায়তায় গাছ এবং মাদ্রাসা শিক্ষক স্টাফদের উদ্যোগে চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সাহেব আলী, সহকারী অধ্যাপক (আরবী) ওবায়দুর রহমান নান্নু, প্রভাষক আরিফুর ইসলাম, সহকারী শিক্ষক আবু সাঈদ রকিব উদ্দিন ও রুহুল আমিন, জহুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মুফতি সাহেব আলী বলেন,
আজকের শিক্ষার্থীরা হবে আগামী দিনের প্রকৃত মানুষ, আর প্রকৃত মানুষ হতে পারলেই তারা হতে পারবে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী। কেউ হবে শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ, লেখক, কবি ও সাংবাদিক। এগুলো তৈরি হবে শিক্ষাঙ্গনেই। আর তাই শিক্ষাঙ্গনের শ্রেণিকক্ষই শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে পাঠদান করাচ্ছেন আমরা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ।
তিনি আরো বলেছেন, পৃথিবীর প্রায় সব দেশই বর্তমান সমাজের প্রয়োজনমতো চাহিদা ও ভবিষ্যৎ সমাজের সম্ভাব্য চিত্রকে সামনে রেখে শিক্ষাব্যবস্থা তথা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করছি। তাছাড়া উত্তম শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আর এই পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের। আমি সেই লক্ষ্য নিয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। সকলের সহযোগিতা পেলে আশা রাখছি ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করতে পারব।