কাঠালিয়া সংবাদদাতা
একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন।একজন পরিচ্ছন্ন, ত্যাগী রাজনীতিবিদ। রাজনীতিতে সাধারণ নেতাকর্মীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তিনি হলেন”ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক , ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত! একজন নিবেদিত প্রাণ। কাঠালিয়া রাজপুর বিএনপিকে সু-সংগঠিত করতে তার ভূমিকা অপরীসীম। সর্বদা জনগণের জন্য রাজনীতি করেন। শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনাকে আজীবন ধারণকরে, সৈকত একজন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলের প্রাণ। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগে তিনি রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। দলের দুঃসময়ে ২০২৪সালের ৩০শে নভেম্বর যখন সাবেক বিএনপি নেতা ব্যারিষ্টার শাহজাহান ওমর দল ত্যাগ করে অন্য দলে যোগদান করেন তখন তিনিই রাজাপুর- কাঠালিয়ার বিএনপির হাল ধরেছেন এবং এখনো তিনি নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশে ও তার ভই প্রবাসে থেকে অসংখ্যবার সাহসী ভূমিকা রেখেছেন। আত্মত্যাগ ও সততার মাধ্যমে ঝালকাঠি -১আসনের কল্যাণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে বিএনপি নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।
কাঠালিয়া রাজাপুর বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে গোলাম আজম সৈকত বলেন, একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে সেই সততাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি।
সততার শক্তি দিয়ে যেকোনো দুর্যোগ, মোকাবেলা করা যায়।সততার শক্তি উঁচু গলায় কথা বলার সাহস যোগায়। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ উল্লেখ করে গোলাম আজম সৈকত বলেন, এ লক্ষ্য অর্জন করতে হলে প্রতিটি নেতা-কর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আর্দশ নিয়ে সততার সঙ্গে সংগঠনকে যেমন গড়ে তুলতে হবে, নিজের জীবনকেও সেভাবে গড়ে তুলতে হবে।নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থে একজন নিজের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু জনগণের জন্য কিছুই করতে পারে না, উন্নত সমৃদ্ধ ঝালকাঠি -১ আসন গড়তে কাজ করতে হবে। আমার হারানোর কিছু নেই পাবারও কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছুই দিয়েছেন।
তিনি বলেন কাঠালিয়া- রাজাপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দারিদ্র্য দূর করা, মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে বিএনপি কাজ করছে।অগ্রগতির কথা তুলে ধরে গোলাম আজম সৈকত বলেন, বিএনপি ক্ষমতা আসলে দেশ ও জনগণের জন্য কাজ করে।
বিএনপির রাজনৈতিক করতে গিয়ে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি কিন্তুু কিছুই করতে পারেনি। কারণ বিএনপির শেকড় অনেক গভীরে। আমাদের বিরুদ্ধে বারবার আঘাত এসেছে, সব আঘাত সহ্য করে আমরা এগিয়ে গেছি। হয়ত নেতারা ভুল করেছেন, তৃণমূল বিএনপি নেতারা কখনও ভুল করেননি, ভবিষ্যতেও করবেনা।