মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরা মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্র গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করা ও খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা এখন শুধুমাত্র সময়ের দাবি।
মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া একটি ঐতিহাসিক খাল বর্তমানে চরম অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। খালটি মধুমতি নদী থেকে শুরু হয়ে ঘোপ বাওড় হয়ে কাতলা সুর বিল পর্যন্ত বিস্তৃত।
একসময় এই খালটি এলাকার পানি নিস্কাশনের অন্যতম মাধ্যম ছিল এবং স্থানীয় কৃষি ও পরিবেশ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালন করত।
কিন্তু আজ দুঃখের বিষয়, খালটির প্রশস্ততা দিন দিন কমে আসছে। কোথাও কোথাও দখল হয়ে গিয়েছে, কোথাও বড় বড় বিল্ডিং নির্মাণ করেছে, কোথাও মাটি পড়ে ভরাট হয়ে গিয়েছে। এর ফলে পানির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিচের বিষয়ের ওপরঃ
জলাবদ্ধতা সৃষ্টি, বর্ষাকালে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে আসে, ক্ষতিগ্রস্ত কৃষিজমি পানি না সরে যাওয়ায় ফসলের জমিতে দীর্ঘদিন পানি জমে থেকে ফসল নষ্ট হচ্ছে,
পরিবেশ বিপর্যয় খালপাড়ের জীববৈচিত্র্য হুমকির মুখে।
বন্যার ঝুঁকি বৃদ্ধি খালের গতি রোধ হওয়ায় আশপাশের এলাকা অতিরিক্ত বৃষ্টিতে দ্রুত ডুবে যায় অবিলম্বে খালটির বর্তমান অবস্থার জরিপ করা খুবই প্রয়োজন, সকল অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ কার্যক্রম শুরু করার জন্য জানালে সাধারণ জনগণ।
খালটি নিয়মিত খনন ও পরিষ্কার রাখার জন্য স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সম্পৃক্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এই খালটি শুধু একটি জলপথ নয়, এটি মহম্মদপুরের কৃষি, মৎস্য, জলাবদ্ধতা রোধ, বন্যার পানি নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য ও একটি প্রাকৃতিক সম্পদও বটে,অতএব, এটি রক্ষায় প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরী।