মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ বেপারী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ছাত্র ছিল।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির বারান্দা ঘেঁষা একটি আমগাছে আম পাড়তে উঠলে গাছটির ডাল পাশের বিদ্যুতের তারে লেগে যায় এবং সে ভয়াবহভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস ওই এলাকার চাঁন মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল মেজো।